প্রকাশিত : ২১ মার্চ, ২০২২ ১৫:০৭
মিরপুরে স্কুলে অগ্নিকাণ্ড
অনলাইন ডেস্ক
রাজধানীর মিরপুর-১১ নম্বরের একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের প্রায় ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (২১ মার্চ) বেলা ১২টার ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেলা ১২টা ৫ মিনিটে রাজধানীর মিরপুর-১১ নম্বরের একটি স্কুলের চতুর্থ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে প্রায় ৫০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন