বগুড়ায় মৃত্তিকা অফিসের উদ্যোগে বিনামূল্যে দেড় হাজার চারা বিতরণ | Daily Chandni Bazar বগুড়ায় মৃত্তিকা অফিসের উদ্যোগে বিনামূল্যে দেড় হাজার চারা বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ মার্চ, ২০২২ ২২:৫৬
বগুড়ায় মৃত্তিকা অফিসের উদ্যোগে বিনামূল্যে দেড় হাজার চারা বিতরণ
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় মৃত্তিকা অফিসের উদ্যোগে
বিনামূল্যে দেড় হাজার চারা বিতরণ

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি ইঞ্চি মাটির সুষ্ঠু ব্যবহার ও পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক গবেষণাগার বগুড়ার আয়োজনে মঙ্গলবার বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা-২০২২ এ সর্বস্তরের মানুষের মাঝে বিনামূল্যে প্রায় দেড় হাজার চারা বিতরণ করা হয়েছে।

বগুড়া জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে সকলের মাঝে বিভিন্ন ধরণের গাছের চারা বিতরণ করেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। এছাড়াও প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে সোনার বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির যেন সুষ্ঠু ব্যবহার হয় আর সেক্ষেত্রে বৃক্ষরোপন কিংবা পারিবারিক পুষ্টি চাহিদা নিশ্চিতে সবজি চাষ উত্তম সিদ্ধান্ত। তিনি সকলকে নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণের লক্ষ্যে অনুপ্রাণিত করেন এবং মেলা প্রাঙ্গণে সুন্দর এই উদ্যোগের জন্যে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। 
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক গবেষণাগার বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক গবেষণাগার বগুড়ার উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা যথাক্রমে খাইরুল ইসলাম ও আব্দুল হাকিম সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন