ইউরোপে গাড়ির কারখানা চালুর আনন্দে নাচলেন ইলন মাস্ক | Daily Chandni Bazar ইউরোপে গাড়ির কারখানা চালুর আনন্দে নাচলেন ইলন মাস্ক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ মার্চ, ২০২২ ১৫:২৩
ইউরোপে গাড়ির কারখানা চালুর আনন্দে নাচলেন ইলন মাস্ক
অনলাইন ডেস্ক

ইউরোপে গাড়ির কারখানা চালুর আনন্দে নাচলেন ইলন মাস্ক

ইউরোপে গাড়ি তৈরির কারখানা চালু করেছেন বিশ্বের শীর্ষ ধনী ও টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। স্থানীয় সময় মঙ্গলবার (২২ মার্চ ) জার্মানিতে এক অনুষ্ঠানে আনন্দে ভাসেন এই ধনকুবের। খুশিতে আত্মহারা হয়ে গাড়ির সামনেই নাচতে শুরু করেন তিনি।

জানা গেছে, চীন ও যুক্তরাষ্ট্র থেকে ব্যবসার মোড় ইউরোপের দিকে ঘুরিয়ে নিতে চান তিনি।

টেসলার প্রথম জার্মান-নির্মিত গাড়ি সরবরাহের অনুষ্ঠানে মাস্ককে নাচতে দেখা যায়। এসময় তিনি বলেন, এটি টেসলার জন্য বড় একটি দিন।

জানা গেছে, জার্মানির রাজধানী বার্লিনের বাইরে অবস্থিত এবং আনুষ্ঠানিকভাবে গিগা বার্লিন-ব্র্যান্ডেনবার্গ নামে পরিচিত সাইটে একটি কারখানা তৈরির পরিকল্পনা ঘোষণা করা হয় প্রায় আড়াই বছর আগে। এবার সেটির মাইলফলক স্পর্শ করলো টেসলা। ওই কারখানা থেকে বছরে ৫ লাখ গাড়ি তৈরি করবে কারখানাটি।

টেসলাকে চলতি মাসের শুরুতে কারখানায় বাণিজ্যিক উৎপাদন শুরু করার জন্য অস্থায়ী অনুমোদন দেওয়া হয়েছিল। মূলত ২০২১ সালে গাড়ি নির্মাণ শুরু করতে চেয়েছিল তারা। কিন্তু করোনা মহামারি ও পরিবেশগত উদ্বেগের কারণে তা এতোদিন শুরু করতে পারেনি।

সূত্র: সিএনবিসি নিউজ

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন