আইফেল টাওয়ার-স্ট্যাচু অব লিবার্টির মতো স্থাপনা হবে বাংলাদেশে | Daily Chandni Bazar আইফেল টাওয়ার-স্ট্যাচু অব লিবার্টির মতো স্থাপনা হবে বাংলাদেশে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ মার্চ, ২০২২ ১৬:৩৯
আইফেল টাওয়ার-স্ট্যাচু অব লিবার্টির মতো স্থাপনা হবে বাংলাদেশে
অনলাইন ডেস্ক

আইফেল টাওয়ার-স্ট্যাচু অব লিবার্টির মতো স্থাপনা হবে বাংলাদেশে

আইফেল টাওয়ার ও স্ট্যাচু অব লিবার্টির মতো দেশকে চেনাবে বাংলাদেশ এমন একটি আইকনিক স্থাপনা করবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার (২৩ মার্চ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের বিভিন্ন কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি মোজাম্মেল হক বলেন, এককথায় যেন এটার নাম শুনে বোঝে এটা বাংলাদেশ। আইফেল টাওয়ার শুনলেই বোঝে এটা প্যারিসে, স্ট্যাচু অব লিবার্টি দেখলেই বোঝে ওই দেশ। এ রকম একটা কিছু আমরা রাখতে চাই। বঙ্গবন্ধু ও বাংলাদেশকে চিনতে পারে, এমন কিছু সিম্বলিক করা হবে।

‘বিজ্ঞজনদের নিয়ে কমিটি করেছি, তারা সাজেশন দেয়নি। আমরা পরবর্তীতে করবো, হয়তো দুই-চার বছরও লাগতে পারে। মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখার জন্য এটা করা হবে। ওটা দিয়েই যেন চেনে এটা বাংলাদেশের।’

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে এবার আগামী ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত জাতীয় জাদুঘর মিলনায়তন, সোহরাওয়ার্দী উদ্যান ও হাতিরঝিলে আন্তর্জাতিক সেমিনার, আলোচনা সভা, মুক্তিযুদ্ধ কনসার্ট, নাট্যানুষ্ঠান, যাত্রাপালা, ড্রোন শো, লাইন অ্যান্ড লেজার শো, আতশবাজি ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ২৫ মার্চ সারাদেশে ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ব্লাকআউট পালন করা হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন