মারিউপোলে খাদ্যের জন্য হাহাকার, দীর্ঘ লাইনে শতাধিক ইউক্রেনীয় | Daily Chandni Bazar মারিউপোলে খাদ্যের জন্য হাহাকার, দীর্ঘ লাইনে শতাধিক ইউক্রেনীয় | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ মার্চ, ২০২২ ১৫:৩৮
মারিউপোলে খাদ্যের জন্য হাহাকার, দীর্ঘ লাইনে শতাধিক ইউক্রেনীয়
অনলাইন ডেস্ক

মারিউপোলে খাদ্যের জন্য হাহাকার, দীর্ঘ লাইনে শতাধিক ইউক্রেনীয়

ইউক্রেনের মারিউপোল শহর থেকে নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে রাশিয়ার পক্ষ থেকে মানবিক করিডোরে ব্যবস্থা কয়েক দফা ব্যর্থ হয়। তবে, পরে শহরটিতে গতকাল বুধবার মানবিক সহায়তা পৌঁছায়। আর, এসব সহায়তার মধ্যে খাদ্যসামগ্রী নিতে লাইনে দাঁড়িয়ে থাকেন অন্তত ১০০ জন ইউক্রেনীয়। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মানবিক সহায়তা দেওয়া জন্য একটি লরি গতকাল বুধবার মারিউপোলে রুশ বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকায় পৌঁছায়। আর, খাদ্যসামগ্রী নিতে ১০০ জনের মতো নাগরিক ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে থাকেন।

দুই সন্তানের মা অ্যাঞ্জেলিনা জানান, তিনি রুটিসহ খাদ্যসামগ্রী পেয়েছেন। সময়মতো খাদ্যসামগ্রী নেওয়ার জন্য পৌঁছাতে পারায় নিজেকে ভাগ্যবতী মনে করছেন তিনি। অ্যাঞ্জেলিনা বলেন, ‘সব সময় এসব খুঁজে পাওয়া যায় না। পরে জানলেও ঠিক সময়ে পৌঁছানো যায় না।’

অ্যাঞ্জেলিনা আরও বলেন, ‘আমরা আশা করছি, যারা এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের সংখ্যা কমে যাবে এবং আমরা পরে সহজে শহর ছেড়ে যেতে পারব।’ বর্তমানে বাসে করে শহর ছাড়া অনেক কঠিন বলে জানান তিনি।

সূত্র : বিবিসি

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন