![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে প্রত্যাবাসন করতে হবে।
পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ৪৮তম ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য লাখো রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশাল আর্থ-সামাজিক ও পরিবেশগত খরচ বহন করতে পারে না। রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে হবে।
বৈঠকে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের জন্য মিয়ানমারকে জবাবদিহি করার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে অ্যাডহক কমিটির চেয়ারম্যান হিসেবে গাম্বিয়ার দায়ের করা মামলা, বিশেষ করে ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুনানির হালনাগাদ অবস্থা নিয়ে আলোচনা করা হয়।
মামলা পরিচালনা করার জন্য সদস্য রাষ্ট্রগুলোর স্বেচ্ছায় তহবিল গঠনের বিষয়েও আলোচনা হয়। এ সময় তুরস্ক তহবিলে ২ লাখ মার্কিন ডলার দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেয়। বাংলাদেশ এ ইস্যুতে সদস্য দেশগুলোকে আরও অর্থ দেওয়ার আহ্বান জানায়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন