স্ত্রী হত্যার পর ২২ বছর পালিয়ে ছিলেন যাবজ্জীবনপ্রাপ্ত আনোয়ার | Daily Chandni Bazar স্ত্রী হত্যার পর ২২ বছর পালিয়ে ছিলেন যাবজ্জীবনপ্রাপ্ত আনোয়ার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ মার্চ, ২০২২ ১৫:৫৮
স্ত্রী হত্যার পর ২২ বছর পালিয়ে ছিলেন যাবজ্জীবনপ্রাপ্ত আনোয়ার
অনলাইন ডেস্ক

স্ত্রী হত্যার পর ২২ বছর পালিয়ে ছিলেন যাবজ্জীবনপ্রাপ্ত আনোয়ার

দ্বিতীয় স্ত্রী হত্যার পর ২২ বছর পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আনোয়ার হোসেনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

বুধবার (২৩ মার্চ) রাত সাড়ে ১২টায় এটিইউ ও দিনাজপুর জেলা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর খিলক্ষেত বড়ুয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতার আনোয়ার ২০০০ সালে তার দ্বিতীয় স্ত্রী আলতাফুন ওরফে আলতা বেগমকে (২৫) হত্যা করে পালিয়ে যান। ২০০৫ সালে হত্যা মামলার রায়ে তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। তিনি দীর্ঘ ২২ বছর ধরে ঢাকায় আত্মগোপনে ছিলেন। যার মধ্যে বিচারাধীন সময় পাঁচ বছর ও রায় ঘোষণার পর ১৭ বছর। তিনি রাজধানীর খিলক্ষেত এলাকায় নাম-পরিচয় গোপন করে একটি টিম্বারস মিলে কাজ করতেন। তার বাড়ি দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন