ধুনটে মিথ্যা মামলায় সাংবাদিকসহ ৩৫ জনের জামিন | Daily Chandni Bazar ধুনটে মিথ্যা মামলায় সাংবাদিকসহ ৩৫ জনের জামিন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ মার্চ, ২০২২ ২২:৫০
ধুনটে মিথ্যা মামলায় সাংবাদিকসহ ৩৫ জনের জামিন
ধুনট বগুড়া প্রতিনিধি

ধুনটে মিথ্যা মামলায় সাংবাদিকসহ
৩৫ জনের জামিন

বগুড়ার ধুনটে দৈনিক মানবকন্ঠ'র উপজেলা প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জিয়াউল হকসহ ৪১ জনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় ৩৫ জনকে জামিন দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে বগুড়া জেলার বিজ্ঞ আমলী আদালত ধুনটের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া আক্তার আন্তঃবর্তিকালীন এই জামিন মঞ্জুর করেন। তাকে সহায়তা করেন এডভোকেট খোদাবক্স।  

উল্লেখ্য, গত ৯ মার্চ উপজেলা আওয়ামী লীগের দু'গ্রুপের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে উভয় গ্রুপই ধুনট থানায় পৃথক মামলা দায়ের করেন। মামলার একপক্ষের বাদী মহান মুক্তিযুদ্ধের গেজেটেড ভুক্ত ৫৪নং রাজাকার গাজী মিয়া বাদী হয়ে সাংবাদিক জিয়াউল হক সহ ৪১ জনকে আসামি করা হয়। সাংবাদিককে মিথ্যা মামলায় আসামি করার প্রতিবাদে গত ১৪ মার্চ ধুনট মডেল প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন