নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে ঠিকাদারদের মানববন্ধন | Daily Chandni Bazar নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে ঠিকাদারদের মানববন্ধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ মার্চ, ২০২২ ২২:৫৭
নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে ঠিকাদারদের মানববন্ধন
জয়পুরহাট ব্যুরো:

নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে ঠিকাদারদের মানববন্ধন

নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি ভ্যাট-ট্যাক্স কমানো এবং পুরোনো দরে দরপত্র আহ্বান বন্ধের দাবিতে জয়পুরহাটে  মানববন্ধন করেছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তালিকাভুক্ত ঠিকাদারেরা। বৃহস্পতিবার  (২৪ মার্চ) বেলা ১১ টায় জয়পুরহাট  জেলা ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজনে শহরের জিরো পয়েন্টে  প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

মানববন্ধনে অংশ নেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, জেলা পরিষদ, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের তালিকাভুক্ত শতাধিক ঠিকাদার।

মানববন্ধন চালাকালে বক্তব্য রাখেন,জয়পুরহাট  জেলা ঠিকাদার কল্যাণ  সমিতির আহ্বায়ক কালিচরণ আগরওয়ালা,যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মেহেদী,মাহফুজুর রহমান, জাহিদ ইকবাল, সদস্য খালেকুজ্জামান পানু,আনিছুর রহমান লিটনসহ প্রমুখ। 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বর্তমানে ঠিকাদারী কাজের নির্মাণ সামগ্রী গত দুই মাসে ৩৫% বৃদ্ধি পেয়েছে। মূল্য সমন্বয় না করে পুরনো দরপত্রের রেটে কাজ সম্পন্ন করতে গিয়ে ঠিকাদাররা ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার স্বার্থে ঠিকাদারদের দাবী অবিলম্বে বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন