ফিস্টুলা রোগী নির্মূলে বগুড়ায় ইউনিয়ন পর্যায়ে নেটওর্য়াকিং মিটিং অনুষ্ঠিত | Daily Chandni Bazar ফিস্টুলা রোগী নির্মূলে বগুড়ায় ইউনিয়ন পর্যায়ে নেটওর্য়াকিং মিটিং অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ মার্চ, ২০২২ ২৩:০০
ফিস্টুলা রোগী নির্মূলে বগুড়ায় ইউনিয়ন পর্যায়ে নেটওর্য়াকিং মিটিং অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার

ফিস্টুলা রোগী নির্মূলে বগুড়ায় ইউনিয়ন
পর্যায়ে নেটওর্য়াকিং মিটিং অনুষ্ঠিত

প্রসবজনিত ফিস্টুলা রোগী নির্মূল করার লক্ষ্যে বগুড়া সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে নেটনেটওর্য়াকিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় ল্যাম্ব হাসপাতাল কর্তৃক আয়োজিত ইউ এন এফ পি এ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে মিটিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়া সদরের ঘোলাগাড়ি কমিউনিটি ক্লিনিকের সভাপতি মোঃ আলিফ। বক্তব্য রাখেন এফপিআই গোলাম রব্বানী, শিক্ষক আনোয়ারুল কবিরসহ বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ইসরাত জাহান, র্কার্যালয়ের প্রধান সহকারি শামীমা আকতার, ল্যাম্ব হাসপাতালের প্রতিনিধি আমিনা খাতুন।

সভায় বগুড়া সদর উপজেলার এরুলিয়া, নুনগোলা, শেখেরকোলা ও গোকুল ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধি, সভাপতি, জমিদাতা, ইউনিয়নরে সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। 
সভায় বলা হয়, ইউনিয়নের অবহেলিত ফিস্টুলা রোগী থাকলে তাদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে। দুইটি কারণে ফিস্টুলা রোগী হচ্ছে। হোম ডেলিভারী (বিলম্বিত বা বাধাগ্রস্থ প্রসবের কারণে) এবং তলপেটের অপারেশনের ফলে। ফ্রি প্রজেক্টের মাধ্যমে ল্যাম্ব হাসপাতাল ফিস্টুলা রোগী চিহ্নিতকরণ, চিকিৎসা ব্যবস্থা এবং পূর্নবাসন এবং মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। একজন নারী খুব সহজেই ফিস্টুলা হয়েছে কিনা তা বুঝতে পারবে। ফিস্টুলা হলে রোগীর সব সময় প্রস্রাব বা পায়খানা অথবা উভয়েই ঝরতে থাকবে। সবসময় কাপড় ভেজা থাকবে। ফিস্টুলা হলে দিনাজপুরের পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে ফ্রি চিকিৎসা ও পুনর্বাসন করা হয়ে থাকে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন