বিদ্যুৎ বিভাগের ‘স্বাধীনতা পুরস্কার’ প্রধানমন্ত্রীর হাতে | Daily Chandni Bazar বিদ্যুৎ বিভাগের ‘স্বাধীনতা পুরস্কার’ প্রধানমন্ত্রীর হাতে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ মার্চ, ২০২২ ১৫:১৪
বিদ্যুৎ বিভাগের ‘স্বাধীনতা পুরস্কার’ প্রধানমন্ত্রীর হাতে
অনলাইন ডেস্ক

বিদ্যুৎ বিভাগের ‘স্বাধীনতা পুরস্কার’ প্রধানমন্ত্রীর হাতে

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ও মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়ন সফলভাবে সম্পন্ন করায় ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ পেয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পরে প্রতিমন্ত্রী পুরস্কারটি (পদক ও সনদ) প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। এ গৌরবদীপ্ত অর্জনের রূপকার তিনি। দেশের শতভাগ বিদ্যুতায়নের কাজটি সম্পন্ন করা সম্ভব হয়েছে তার দূরদর্শী নেতৃত্ব ও নীতি-কৌশলের কারণে। তিনি ঘোষণা দিয়েছিলেন- মুজিববর্ষে প্রতিটি ঘরকে আলোকিত করবেন। নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে শেখ হাসিনা শতভাগ বিদ্যুতায়নের কাজটি সম্পন্ন করেছেন। সারাদেশে মানুষের ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিয়েছেন। তাই এ অর্জনের স্মারক প্রধানমন্ত্রী শেখ হাসিনারই প্রাপ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন