![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর জেদ্দার একটি তেল ডিপোতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
যদিও হামলার ব্যাপারে প্রাথমিকভাবে সৌদি আরামকোর তরফে কিছু জানানো হয়নি। দীর্ঘদিন ধরেই হুথিদের টার্গেটে ছিল এটি।
শুক্রবার (২৫ মার্চ) হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, গোষ্ঠীটি ক্ষেপণাস্ত্র দিয়ে আরামকোর স্থাপনা এবং ড্রোন দিয়ে রাস তনুরাসহ আরও একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে তারা। এক টুইট বার্তায় হামলার বিষয়টি নিশ্চিত করেন ইয়াহিয়া।
এদিকে, হুথিদের এ হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এর আগেও সৌদির বিভিন্ন স্থাপনায় হামলা চালায় হুথি বিদ্রোহীরা।
সম্প্রতি জ্বালানি উৎপাদনে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেয় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো। গত বছর দ্বিগুণ মুনাফা অর্জনের খবর সামনে আসার পরপরই এ ঘোষণা দেয় বিশ্বের অন্যতম বৃহত্তম কোম্পানিটি।
চাহিদার তুলনায় তেল-গ্যাসের সরবরাহ কম হওয়ায় সম্প্রতি বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়তে থাকে। এরপর শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ইউক্রেন আগ্রাসনের কারণে রুশ জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে রাশিয়ার ওপর জ্বালানি নির্ভরতা কমাতে বিকল্প উৎস খুঁজতে পশ্চিমা নেতাদের ওপর চাপ তৈরি হয়েছে।
সূত্র: আল-জাজিরা
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন