সাততলা থেকে লাফ একই পরিবারের পাঁচজনের আত্মহত্যা | Daily Chandni Bazar সাততলা থেকে লাফ একই পরিবারের পাঁচজনের আত্মহত্যা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ মার্চ, ২০২২ ১০:৫১
সাততলা থেকে লাফ একই পরিবারের পাঁচজনের আত্মহত্যা
অনলাইন ডেস্ক


সাততলা থেকে লাফ একই পরিবারের পাঁচজনের আত্মহত্যা

ফ্রান্সের মুনত্রেই শহরে একটি ভবনের সাত তলা থেকে একই পরিবারের ৫ জন লাফিয়ে পড়েছেন। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। অন্যজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিজেদের অ্যাপার্টমেন্টের দরজায় পুলিশের আওয়াজ পাওয়ার পর বারান্দা থেকে নিচে লাফ দেন তাঁরা। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়। তবে কেন তাঁরা এ ঘটনা ঘটালেন, সেটা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ বলছে, নিহতরা হলেন- বাড়ির কর্তা (৪০), তাঁর স্ত্রী (৪১), স্ত্রীর যমজ বোন, এই দম্পতির আট বছরের মেয়ে ও ১৫ বছরের ছেলে। ছেলেটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় পুলিশের মুখপাত্র জ্যাঁ ক্রিস্টোফ সাউতেরেল বলেন, সার্বিক পরিস্থিতিতে মনে হচ্ছে পুলিশ কর্মকর্তাদের দেখে ওই পরিবার বারান্দা থেকে লাফিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়। পুলিশ সদস্যরা অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকতে পারেনি।

এ ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। ওই মুখপাত্র জানান, সম্ভাব্য সব বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।

সূত্র : এএফপি

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন