অন্ধ্রপ্রদেশে বরযাত্রীর বাস খাদে পড়ে নিহত ৭, আহত ৪৫ | Daily Chandni Bazar অন্ধ্রপ্রদেশে বরযাত্রীর বাস খাদে পড়ে নিহত ৭, আহত ৪৫ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ মার্চ, ২০২২ ১৫:৩১
অন্ধ্রপ্রদেশে বরযাত্রীর বাস খাদে পড়ে নিহত ৭, আহত ৪৫
অনলাইন ডেস্ক

অন্ধ্রপ্রদেশে বরযাত্রীর বাস খাদে পড়ে নিহত ৭, আহত ৪৫

ভারতের অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় একটি বরযাত্রীর বাস পাহাড় থেকে খাদে পড়ে ৭ জন নিহত ও অন্তত ৪৫ জন আহত হয়েছেন। শনিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে চিত্তুরের ভাকারাপেটে এ দুর্ঘটনা ঘটে। এই ভাকারাপেট মন্দির শহর তিরুপতি থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বেসরকারি বাসটি অনন্তপুর জেলার ধর্মভরম থেকে ৫২ জনের বিয়ের বরযাত্রী নিয়ে চিত্তুরের একটি গ্রামে যাচ্ছিল। বাসটি ঘাট রোড দিয়ে যাওয়ার সময় আদুপুতপ্পি উপত্যকায় পড়ে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

তিরুপতির পুলিশ সুপার জানান, চালকের অবহেলার কারণেই বাসটি পাহাড় থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন