![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। এবার আরও একটি শহরে কয়েক দফা রকেট হামলা চালিয়েছে পুতিন সরকার। দেশটির পশ্চিমাঞ্চলের শহর লভিভে এ হামলা চালানো হয় বলে খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন ৫ জন। জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর রাজধানী কিয়েভসহ বিভিন্ন স্থান থেকে এই শহরে আশ্রয় নিয়েছিলেন অনেকেই।
শহরটির গভর্নর ম্যাক্সিম কোজিটস্কি জানান, শহরের পূর্বদিকে একটি জ্বালানি তেলের ডিপোতে দুদফা রকেট হামলা চালানো হয়েছে শনিবার। এতে ৫ জন আহত হন। এ ছাড়া সামরিক বাহিনীর একটি কারখানাতেও দুদফা রকেট হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, সেখান পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
মেয়র আন্দ্রি সাডোভি বলেন আরেকটি বিমান হামলায় বহু স্থাপনা ধ্বংস হয়েছে। টুইটারে তিনি বলেছেন, তবে আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়নি।
লভিভ শহরটি, পোলিশ সীমান্ত থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে সাত লাখের বেশি মানুষের বসবাস বলে জানা গেছে। তবে অনেকেই আশ্রয় নিয়েছেন সেখানে।
চার সপ্তাহের বেশি সময় ধরে চলমান যুদ্ধে রাশিয়া এখনো ইউক্রেনের বড় কোনো শহরের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেনি।
সূত্র: আল-জাজিরা
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন