ঐক্যবদ্ধভাবে কাজ করলে সফলতা অর্জন করা সম্ভব -মীর্জা সেলিম রেজা | Daily Chandni Bazar ঐক্যবদ্ধভাবে কাজ করলে সফলতা অর্জন করা সম্ভব -মীর্জা সেলিম রেজা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ মার্চ, ২০২২ ২৩:২২
ঐক্যবদ্ধভাবে কাজ করলে সফলতা অর্জন করা সম্ভব -মীর্জা সেলিম রেজা
মহাস্থান বগুড়া প্রতিনিধিঃ

ঐক্যবদ্ধভাবে কাজ করলে সফলতা অর্জন করা সম্ভব -মীর্জা সেলিম রেজা

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা কমিটির আয়োজনে আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৬ মার্চ বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয় বগুড়া শহরের খান্দার এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  "সাংবাদিক ইউনিয়ন বগুড়া" এর সভাপতি  মির্জা সেলিম রেজা। বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা সভাপতি সাইদুর রহমান সাজু সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: রায়হানুল ইসলাম। সহ-সভাপতি প্রামাণিক রতনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলওয়াত করেন নির্বাহী সদস্য আব্দুস সালাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মীর্জা সেলিম রেজা বলেন ঐক্যবদ্ধভাবে কাজ করলে সফলতা অর্জন করা সম্ভব। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়ার সহ-সভাপতি  শমশের নূর খোকন, সাংস্কৃতিক সম্পাদক: এরশাদ হোসেন, নির্বাহী সদস্য রাসেল সরকার আকাশ। উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক  নুরনবী রহমান, কোষাধ্যক্ষ  শাকিব হোসেন, ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান মনির, সাংবাদিক মীর্জা সাগর রেজা, মোমিনুর রহমান, আব্দুস সবুর মীর, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, আতিকুল ইসলাম প্রমূখ। প্রধান অতিথি বলেন যে কোন সংগঠন করলে নিন্দুকেরা নিন্দা করবে, হিংসুকেরা হিংসা করবে, পাছে লোকে কিছু বলবে, এটাই স্বাভাবিক। তারপরও  তাদেরকে এড়িয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।  তাহলেই সফলতা অর্জন করা সম্ভব। তিনি আরও বলেন বর্তমানে প্রকৃত সাংবাদিকদের দূর্দিন চলছে। তবে সেটা আর বেশি দিন  নয়। এদূর্দিন  কেটে যাবে ইনশাল্লাহ। ধৈর্য ধরে কাজ করার জন্য তিনি সাংবাদিকদের পরামর্শ দেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন