ধুনটে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার | Daily Chandni Bazar ধুনটে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ মার্চ, ২০২২ ২৩:২৬
ধুনটে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার
ধুনট বগুড়া প্রতিনিধি

ধুনটে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় দেশীয় অস্ত্রসহ বিপুল হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৭ মার্চ) গ্রেফতারকৃত ওই যুবকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করেছে।

গ্রেফতারকৃত বিপুল হোসেন ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি ঘনাপাড়া এলাকার ইউসুফ আলী মন্ডলের ছেলে।

মামলাসূত্রে জানাযায়, গত ২৬ শে মার্চ রাতে বিলচাপড়ী উচ্চ বিদ্যালয়ে মাঠে স্বাধীনতা দিবসের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে পাশের্^ই একটি ব্যাগ নিয়ে ঘোরাফেরা করছিল বিপুল। এতে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে রেখে সরকারি জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। এরপর ধুনট থানা পুলিশ সেখানে গিয়ে বিপুলকে আটক করেন। পরে তার ব্যাগ তল্লাশী চালিয়ে একটি লোহার রড ও একটি দেশীয় চাপাতি জব্দ করে করে পুলিশ। এঘটনায় ধুনট থানার এসআই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, গ্রেফতারকৃত ওই যুবক দেশীয় অস্ত্র দিয়ে মারাত্বক অপরাধ করার জন্য সেখানে অবস্থান করছি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন