বগুড়া জিলা স্কুলে ফুল দিয়ে বরণ করা হল ৩য় শ্রেণির শিক্ষার্থীদের | Daily Chandni Bazar বগুড়া জিলা স্কুলে ফুল দিয়ে বরণ করা হল ৩য় শ্রেণির শিক্ষার্থীদের | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ মার্চ, ২০২২ ২৩:৩৯
বগুড়া জিলা স্কুলে ফুল দিয়ে বরণ করা হল ৩য় শ্রেণির শিক্ষার্থীদের
ষ্টাফ রিপোর্টার

বগুড়া জিলা স্কুলে ফুল দিয়ে বরণ 
করা হল ৩য় শ্রেণির শিক্ষার্থীদের

বগুড়া জিলা স্কুলের ৩য় শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ বিদ্যালয়ের আমিনুল হক দুলাল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী, বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, বগুড়া জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক (দিবা শাখা) রফিকুল আলম, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন বলেন, প্রতিটি শিক্ষার্থীকে মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে। দেশপ্রেমী ও সৃজনশীল মেধা বিকাশ ঘটাতে হবে। পাঠ্য পুস্তকের দিকে মনোযোগী হতে হবে মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্ত হওয়া যাবে না। সৃজনশীল কর্মের দিকে এগোতে হবে। যে যা করতে চাই তা তাদের করতে দিতে হবে। ছেলে মেয়েদের মাঝে ভেদাভেদ করা যাবে না। স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে। দেশ গঠনের পিছনের ইতিহাস, দেশের উন্নয়ন ও অগ্রগতি জানতে হবে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন