অস্কার আসরে ইউক্রেনের জন্য নীরবতা পালন | Daily Chandni Bazar অস্কার আসরে ইউক্রেনের জন্য নীরবতা পালন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ মার্চ, ২০২২ ১৫:০২
অস্কার আসরে ইউক্রেনের জন্য নীরবতা পালন
অনলাইন ডেস্ক

অস্কার আসরে ইউক্রেনের জন্য নীরবতা পালন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৪তম আসরে ইউক্রেনের জন্য ৩০ সেকেন্ড নীরবতা পালন করা হয়েছে। বাংলাদেশ সময় রোববার (২৮ মার্চ) সকাল ৬টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে উপস্থিত সবাই ইউক্রেনের প্রতি একাত্মতা প্রকাশ করেন। মার্কিন সংবাদ সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনীয় বংশোদ্ভূত মিলা কুনিস অস্কার অনুষ্ঠানের মাঝে মঞ্চে উঠে ইউক্রেনীয়দের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় মঞ্চের সব আলো নিভিয়ে দেওয়া হয়। নীরবতা পালন শেষে যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনীয়দের সাধ্য অনুযায়ী সাহায্য করতে উপস্থিত সবাইকে অনুরোধও জানানো হয়।

মঞ্চে ওঠার সময় কুনিস বলেন, সম্প্রতি ঘটে যাওয়া বৈশ্বিক ঘটনা আমাদের হতাশ করেছে। কুনিস অস্কার মনোনীত ‘ফোর গুড ডেজ’র গান ‘সামহাউ ইউ ডু’ এর পারফর্মার রেবা ম্যাকইনটায়ারের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেওয়ার সময় এমন মন্তব্য করেন।

এ সময় ইউক্রেনে নিহতদের প্রতি শোক জানাতে ম্যাকইনটায়ার কালো গাউন পরে মঞ্চে উঠেন।

কুনিস আরও বলেন, আপনি এই ধরনের ধ্বংসযজ্ঞের মুখোমুখি হওয়া ব্যক্তিদের শক্তি, মর্যাদা ও তাদের প্রতিরোধ দেখলে প্রভাবিত না হয়ে থাকতে পারবেন না। আমরা তাদের সাহায্য করতে পারি না, অথচ তারা অকল্পনীয় অন্ধকারের মধ্য দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার শক্তি খুঁজে পাচ্ছে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সময় এমন জমকালো আয়োজন অস্কার কমিটির জন্য চ্যালেঞ্জিং ছিল। সাবেক অভিনেতা শন পেন অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় প্রকাশ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পক্ষে প্রচারণা চালিয়েছেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কেউ কেউ ইউক্রেনের সমর্থনে দেশটির পতাকার রঙ নীল ও সোনালি ফিতার পোশাক পরে এসেছিলেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন