বগুড়ার নন্দীগ্রামে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত | Daily Chandni Bazar বগুড়ার নন্দীগ্রামে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ মার্চ, ২০২২ ২১:৫৪
বগুড়ার নন্দীগ্রামে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত

গত সোমবার বগুড়ার নন্দীগ্রামে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সূর্যমূখী ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসার মোঃ আদনান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ আখেরুর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অপূর্ব ভট্টাচার্য্য, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মোঃ নজরুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার মোঃ শাহাদত হোসেন এবং কৃষক মোঃ আফজাল হোসেন। নন্দীগ্রামে এ বছর প্রকল্পের আওতায় চাষ হয়েছে সূর্যমূখী ফসল। স্বাস্থ্যকর তেল হিসেবে পরিচিতি রয়েছে সূর্যমূখীর। প্রতি বছর ভোজ্য তেল আমদানীতে ব্যপক অর্থ ব্যয় হয়। বক্তারা আমদানী নির্ভরতা কমাতে তেল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানা দিক তুলে ধরেন। সূর্যমূখী চাষে হাসি ফুটেছে কৃষকের মুখে। মাঠ দিবসে প্রায় শতাধিক কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন