পোশাক কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি | Daily Chandni Bazar পোশাক কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ এপ্রিল, ২০২২ ১৪:৩২
পোশাক কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি
অনলাইন ডেস্ক

পোশাক কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি

রানা প্লাজা ও তাজরীন গার্মেন্টসের মতো ঘটনা যেন আর না ঘটে, এজন্য পোশাক কারখানায় কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। একই সঙ্গে গার্মেন্টস শিল্পে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের কালো অধ্যায়ের শ্রমিক হত্যা, শ্রমিকদের সঙ্গে অনিয়ম ও অব্যবস্থাপনার জন্য তাদের জীবন দিতে হয়। এর জন্য দায়ী বাংলাদেশের গার্মেন্টস মালিকরা। আমরা মালিকদের জিজ্ঞাস করতে চাই, রানা প্লাজায় কেন আমাদের এক হাজার ১৩৮ জন শ্রমিক ভাই-বোনের জীবন দিতে হলো। তারা তো কাজ করতে এসেছিল। কিন্তু তারা আজকে নেই কেন? আমরা এই কথা জিজ্ঞাস করতে চায় বায়ারদের। তারাই তো রানা প্লাজায় অর্ডার দিয়েছিল। তারা অর্ডার দেওয়ার আগে রানা প্লাজার বিল্ডিং নিরাপদ কি না, তা দেখলো না কেন?

তারা বলেন, আমরা একই সঙ্গে সরকারকে জিজ্ঞাস করতে চায়- এক হাজার ১৩৮ জন শ্রমিক মালিকদের অব্যবস্থাপনা মৃত্যু বরণ করে। তার বিপরীতে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন, তা জানতে চাই। রানা প্লাজার যে মালিক, তাকে কেন শ্রমিক হত্যার দায়ে ফাঁসিতে ঝুলানো হলো না? তাহলে কী আমরা বলবো, রানা প্লাজাসহ সব গার্মেন্টস মালিকদের সঙ্গে সরকারের যোগাযোগ আছে।

‘আমরা সরকারের কাছে দাবি জানিয়ে বলতে চাই, গার্মেন্টস আমাদের দেশে অনেক বড় একটি শিল্প। এখানে লাখ লাখ কর্মীরা কাজ করেন। তাদের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে। কর্মীদের সব বকেয়া পাওনাসহ প্রত্যেক মাসের মজুরি মাসের ৭ তারিখের মধ্যে পরিষদ করতে হবে।’

সমাবেশ বক্তব্য রাখেন ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আরিফা আক্তার, রফিকুল ইসলাম রফিক, নাসিমা আক্তার, মো. কবির হোসেন, মিসেস ইসরাত জাহান ইলা, মো. ফরিদুল ইসলাম, মো. রবিউল ইসলাম প্রমুখ। এছাড়া সংহতি বক্তব্য রাখেন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন