দুপচাঁচিয়ার জিয়ানগরে বিএনপির উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ | Daily Chandni Bazar দুপচাঁচিয়ার জিয়ানগরে বিএনপির উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ এপ্রিল, ২০২২ ২৩:১৫
দুপচাঁচিয়ার জিয়ানগরে বিএনপির উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ার জিয়ানগরে বিএনপির উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ও আদমদীঘি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার এর আর্থিক সহযোগিতায় দরিদ্র নারী পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে জিয়ানগর বাজার এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে বিএনপি নেতা রেজাউল করিমের সভাপতিত্বে ও বিএনপি নেতা মুক্তার হোসেনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, জিয়ানগর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, জিয়ানগর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহীদুল ইসলাম, থানা যুবদলের আহবায়ক আফছার আলী। এসময় দুপচাঁচিয়া পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জাহিদুল ইসলাম চম্বুক, জিয়ানগর ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মনতাজ, আব্দুল জোব্বার, রফিকুল ইসলাম, আমিরুল ইসলাম, দুলাল হোসেন, ইউপি সদস্য মোকছেদ আলী, নাছির উদ্দিন নাইছ, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাক আহম্মেদ, ইব্রাহীম আলী, যুবদল নেতা সোহেল রানা, জাহিদ হাসান রোস্তম, হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এদিন এলাকার দেড়শত দরিদ্র নারী-পুরুষের মাঝে লাচ্ছা সেমাই, চিনি, আটা, বুট ও খেজুর বিতরণ করা হয়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন