বগুড়ায় ‘মুক্তিযুদ্ধ ও চরমপত্র’ শীর্ষক আলোচনা সভা | Daily Chandni Bazar বগুড়ায় ‘মুক্তিযুদ্ধ ও চরমপত্র’ শীর্ষক আলোচনা সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ এপ্রিল, ২০২২ ২৩:২৭
বগুড়ায় ‘মুক্তিযুদ্ধ ও চরমপত্র’ শীর্ষক আলোচনা সভা
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ‘মুক্তিযুদ্ধ ও চরমপত্র’ 
শীর্ষক আলোচনা সভা

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অকুতোভয় এম আর আখতার মুকুল-এর ঐতিহাসিক ‘চরমপত্র’ বিষয়ক ‘মুক্তিযুদ্ধ ও চরমপত্র’ শীর্ষক এক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ৩১ মার্চ, বিকাল ৫টায়, শহীদ খোকন পৌর শিশু উদ্যানে অনুষ্ঠিত হয়।

বগুড়া শিশু নাট্যদল ও শুদ্ধস্বর-এর উদ্যোগে আয়োজিত আলোচনা বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এড. রেজাউল করিম মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথি ছিলেন নজরুল পরিষদ বগুড়ার সভাপতি এড. মনতেজার রহমান মন্টু ও কবি জয়ন্ত দেব। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া শিশু নাট্যদলের পরিচালক ও শুদ্ধস্বর-্এর সাধারণ সম্পাদক আব্দুল খালেক। আলোচনা শেষে কবিতা আবৃত্তি করেন ফজলে রাব্বি, আজিজার রহমান তাজ, জয়ন্ত দেব, ড্যারিন পারভেজ, আব্দুল খালেক, এইচ আলিম, পূজা সাহা, সরকার সাইফুল মাহমুদ, এস এম আসাদ, নামিরা রহমান মারিন ও বিন্তিয়া ইয়াছমিন এবং বিশিষ্ট সঙ্গীতশিল্পী সজল মাহমুদের নেতৃত্ব সঙ্গীত পরিবেশন করে প্রাপ্তি মিউজিক এন্ড আর্টস একাডেমি বগুড়ার শিল্পীবৃন্দ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন