![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিখোঁজ ফটোগ্রাফার এবং তথ্যচিত্র নির্মাতা ম্যাকস লেভিনের মরদেহ পাওয়া গেছে। প্রায় দুসপ্তাহের বেশি সময় আগে তিনি নিখোঁজ হন। শনিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সহযোগী অ্যান্ড্রি ইয়ারমার্ক এ তথ্য নিশ্চিত করেন।
কিয়েভ থেকে গত ১৩ মার্চ সংঘাতপূর্ণ এলাকা থেকে নিখোঁজ হন তিনি। গত ১ এপ্রিল গুটা মেঝিগিরস্কা গ্রামের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে কমপক্ষে ৫৩টি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
২৯টি গির্জা, ১৬টি ঐতিহাসিক ভবন, চারটি জাদুঘর এবং স্মৃৃতিস্তম্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের ঘটনা ঘটেছে ইউক্রেনের দুই বৃহত্তম শহর কিয়েভ এবং খারকিভে। এছাড়া অন্যতম প্রাচীন নগরী চেরনিহিভেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
ইউনেস্কো বলছে, তারা স্যাটেলাইটের ছবি এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য বিশ্লেষণ করে ক্ষয়ক্ষতি যাচাই করছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন