২৫ হাজার নতুন বিলাসবহুল কার্পেটে সজ্জিত হলো মসজিদুল হারাম | Daily Chandni Bazar ২৫ হাজার নতুন বিলাসবহুল কার্পেটে সজ্জিত হলো মসজিদুল হারাম | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২২ ০৯:৪১
২৫ হাজার নতুন বিলাসবহুল কার্পেটে সজ্জিত হলো মসজিদুল হারাম
অনলাইন ডেস্ক

২৫ হাজার নতুন বিলাসবহুল কার্পেটে সজ্জিত হলো মসজিদুল হারাম

রমজানে মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে ও আরামদায়কভাবে ফরজ নামাজসহ তারাবীহ আদায়ের সুবিধার্থে মক্কার মসজিদুল হারামের মেঝে ২৫ হাজার নতুন বিলাসবহুল কার্পেট দিয়ে সজ্জিত করা হয়েছে।
গ্র্যান্ড মসজিদের সার্ভিস অ্যান্ড ফিল্ড অ্যাফেয়ার্স এজেন্সি বলেছে যে, সউদী নেতৃত্বের নির্দেশ অনুসারে মসজিদের পরিবেশকে সারা বছর পরিষ্কার ও বিশুদ্ধ রাখতে এ পদক্ষেপটি তার উদ্বেগের অংশ।

সূত্র : এসপিএ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন