ধুনটে রমজানের পবিত্রতা রক্ষায় ওসির নির্দেশনা | Daily Chandni Bazar ধুনটে রমজানের পবিত্রতা রক্ষায় ওসির নির্দেশনা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২২ ২২:৫২
ধুনটে রমজানের পবিত্রতা রক্ষায় ওসির নির্দেশনা
ধুনট বগুড়া প্রতিনিধি

ধুনটে রমজানের পবিত্রতা রক্ষায় ওসির নির্দেশনা

বগুড়ার ধুনটে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় ব্যবসায়ী সহ জনসাধারণকে সচেতনামূলক নির্দেশনা দিয়েছেন ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা। রবিবার (৩ এপ্রিল) বিকেলে ধুনট বাজার ও আশপাশ এলাকায় ঘুরে ঘুরে মাইকিং করে নির্দেশনা প্রদান করেন তিনি।

এসময় ওসি বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। যেখানে সেখানে সিগারেট খাওয়া যাবে না, ফুটপাতে ইফতারি খোলা রাখা যাবে না, খাবার ঢেকে রাখতে হবে, পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, হোটেলগুলো কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।

এছাড়া ওসি কৃপা সিন্ধু বালা মাইকিং করে ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরো বলেন, অধিক মুনাফার আশায় পণ্য মজুদ করে কৃত্তিম সংকট তৈরী করবেন না। এছাড়া দ্রব্যমূল্য স্থিতিশীল রাখারও নির্দেশনা প্রদান করেন তিনি।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন