বগুড়ার শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৭৬ বোতল ফেন্সিডিলসহ দুই জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে কারিমুল ইসলাম(৩৮) ও ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বাড়ীপাকু গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে মোঃ রাসেল (২২)। এসময় ০১ টি ট্রাক (যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো-ট-১৮-৭৪৬৪) জব্দ করা হয়।
৪ এপ্রিল সোমবার রাত পৌনে ১২টার দিকে শেরপুর উপজেলার সীমাবাড়ী বগুড়াবাজার বাসস্ট্যান্ড মসজিদ মার্কেট সংলগ্ন পশ্চিমপার্শ্বে বগুড়া-ঢাকা মহাসড়কের উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে র্যাব-১২ এর সহকারি পুলিশ সুপার(মিডিয়া) মোঃ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের কাছ থেকে ২ মোবাইল ফোন, নগদ টাকা ও ১টি ট্রাক জব্দ করা হয়। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৩(গ)/৩৮ ধারায় ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন