মান্দায় বিদ্যুতের আগুনে পুড়েছে বসতবাড়ি | Daily Chandni Bazar মান্দায় বিদ্যুতের আগুনে পুড়েছে বসতবাড়ি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২২ ২৩:৫৩
মান্দায় বিদ্যুতের আগুনে পুড়েছে বসতবাড়ি
মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

মান্দায় বিদ্যুতের আগুনে পুড়েছে বসতবাড়ি

নওগাঁর মান্দায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের ঘটনায় পুড়ে গেছে একটি বসতবাড়ি। পুড়ে মারা গেছে দুটি ও একটি ছাগল। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার নহলা কালুপাড়া (কাজীপাড়া) গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ১টার দিকে গ্রামের মোশাররফ হোসেনের বাড়িতে হঠাৎ করেই আগুন লেগে যায়। মুহুর্তে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রথমদিকে গ্রামের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি ইউনিট যোগ দেয়। সম্মিলিতভাবে ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে।
ক্ষতিগ্রস্থ গৃহকর্তা মোশাররফ হোসেন বলেন, তারাবির নামাজ শেষে খাবার খেয়ে বাড়ির সদস্যরা ঘুমিয়ে পড়েন। গভীর রাতে গোয়ালঘরে আগুন দেখে প্রতিবেশীরা ডাক-চিৎকার শুরু করেন। আগুনে তাঁর ৬টি শয়নঘর, গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে যায়। এতে ধান, চাল, টাকা, সোনার গহনাসহ যাবতীয় আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। ঘটনায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ আবুল কাসেম দেওয়ান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ওই পরিবারের আট লাখ টাকার ক্ষতি হতে পারে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন