খালেদা জিয়াকে আবারো হাসপাতালে নেয়া হচ্ছে | Daily Chandni Bazar খালেদা জিয়াকে আবারো হাসপাতালে নেয়া হচ্ছে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২২ ১৪:২২
খালেদা জিয়াকে আবারো হাসপাতালে নেয়া হচ্ছে
অনলাইন ডেস্ক

খালেদা জিয়াকে আবারো হাসপাতালে নেয়া হচ্ছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আবারো হাসপাতালে নেয়া হচ্ছে। আজ বুধবার তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেয়া হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার দুপুর ৩টায় চেয়ারপারসনকে গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালে নেয়ার কথা রয়েছে।

জানা গেছে, মঙ্গলবার চিকিৎসকদের একটি টিম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা পর্যবেক্ষণ শেষে তাকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেন। প্রথমে খালেদা জিয়া রাজি না হলেও চিকিৎসক টিম তাকে হাসপাতালে নেয়ার কারণ বোঝাতে সক্ষম হয়।

সূত্র জানায়, শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকরা খালেদা জিয়াকে রোজা রাখতে বারণ করলেও তিনি রোজা রাখার চেষ্টা করেন। এতে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন