শিবগঞ্জে মায়ের সঙ্গে অভিমানকরে এক কিশোরের আত্মহত্যা | Daily Chandni Bazar শিবগঞ্জে মায়ের সঙ্গে অভিমানকরে এক কিশোরের আত্মহত্যা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২২ ২৩:২৫
শিবগঞ্জে মায়ের সঙ্গে অভিমানকরে এক কিশোরের আত্মহত্যা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

শিবগঞ্জে মায়ের  সঙ্গে অভিমানকরে
এক কিশোরের আত্মহত্যা

বগুড়ার শিবগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে হিরু প্রামানিক (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। সে উপজেলার রায়নগর ইউনিয়নের গড়মহাস্থান বানারশি গ্রামের আব্দুল হান্নান প্রামানিক এর ছেলে। 
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় তার মা বাড়ীর ৩টি গরুকে খাবার দিতে বলে। এসময় সে মোবাইল ফোনে গেমস খেলছিল। গেমস খেলতি নিষেধ করায় মায়ের সঙ্গে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে বুধবার রাত ৯টায় মার সঙ্গে অভিমান করে তার শয়ন কক্ষে সেলিং ফ্যানের সঙ্গে কাপড় বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ রাতেই মৃত দেহের সুরুত হাল প্রতিবেদন তৈরি করে মৃত দেহ থানায় নিয়ে আসে। এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ দিপক কুমার দাস পিপিএম বলেন, বৃহস্পতিবার মৃত দেহ ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন