বগুড়ায় সর্বনিম্ন ৭০ ও সর্বোচ্চ ৩৩০০ টাকা ফিতরা নির্ধারণ | Daily Chandni Bazar বগুড়ায় সর্বনিম্ন ৭০ ও সর্বোচ্চ ৩৩০০ টাকা ফিতরা নির্ধারণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২২ ২৩:৪৫
বগুড়ায় সর্বনিম্ন ৭০ ও সর্বোচ্চ ৩৩০০ টাকা ফিতরা নির্ধারণ
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় সর্বনিম্ন ৭০ ও সর্বোচ্চ 
৩৩০০ টাকা ফিতরা নির্ধারণ

বগুড়া ইমাম মোয়জ্জিন সমিতি বগুড়া ও পাশ্ববর্তি এলকার জন্য ফিতরা নির্ধারণ করেছেন। বৃহস্পতিবার বিকাল ৩ টায় বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে ইমাম মেয়াজ্জিন সমিতির ফিতরা নির্ধারণী বৈঠকের সভা থেকে সর্ব নিম্ন ৭০ টাকা (১ কেজি ৬৫০ গ্রাম গম বা ময়দার মূল্য অনুযায়ী)। সর্বোচ্চ ফিতরা নির্ধারন করা হয়েছে ৩ হাজার ৩০০ টাকা। সর্বোচ্চ ফিতরা নির্ধারন করা হয়েছে উন্নত মানের খেজুরের মূল্য নির্ধাররেন উপর।

সভায় সভাপতিত্ব করেন বগুড়া ইমাম মেয়াজ্জিন সমিতির সভাপতি ও বায়তুর রহমান মসজিদের খতিব মুফতি মাও: মো: আব্দুর কাদের। 
সমিতির সভাপতি মুফতি মাও: আব্দুল কাদের জানান, উন্নত মানের খেজুরের মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা কেজি। সবোর্চ্চ ফিতরা নির্ধারন করা হয়েছে ৩ কেজি ৩০০ গ্রামের মূল্য অনুযায়ী। সেই হিসেবে সর্বোচ্চ ফিতরা নির্ধারন করা হয়েছে ৩ হাজার ৩০০ টাকা।
ইমাম ও মোয়াজ্জিন সমিতির এই সভায় উপস্থিত ছিলেন সমিতির সাধারন সম্পাদক মাও: ফজলুল করিমসহ সমিতির শীর্ষ নেতৃবৃন্দ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন