বগুড়ায় পিইউপি’র উদ্যোগে হস্তশিল্পের নতুন পণ্য উৎপাদনে নারীদের প্রশিক্ষণ | Daily Chandni Bazar বগুড়ায় পিইউপি’র উদ্যোগে হস্তশিল্পের নতুন পণ্য উৎপাদনে নারীদের প্রশিক্ষণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২২ ২৩:৫০
বগুড়ায় পিইউপি’র উদ্যোগে হস্তশিল্পের নতুন পণ্য উৎপাদনে নারীদের প্রশিক্ষণ
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় পিইউপি’র উদ্যোগে হস্তশিল্পের
নতুন পণ্য উৎপাদনে নারীদের প্রশিক্ষণ

হস্তশিল্পের নতুন নতুন ডিজাইনের পণ্য উৎপাদন এবং পণ্যের গুণগত মানোন্নয়নের লক্ষ্যে বগুড়ায় নারীদের ২ সপ্তাহব্যাপী দক্ষতা বৃদ্ধিমূলক ব্যতিক্রমী প্রশিক্ষণের আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি)। বগুড়া শহরের লতিফপুর পিইউপি’র কার্যালয়ে গত ২৭শে মার্চ থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ চলবে আগামী ১১ই এপ্রিল পর্যন্ত।

এমাউস ইন্টারন্যাশনাল এর অর্থায়নে এবং পিইউপি বগুড়ার প্রধান সমন্বয়কারী শেখ মো: আবু হাসানাত সাঈদ এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কার্যক্রম বৃহস্পতিবার সকালে পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মো: কাউছার রহমান। পরিদর্শনকালে তিনি বলেন, পিইউপি হস্তশিল্পের নতুন ডিজাইনের পণ্য উৎপাদন ও পণ্যের মান উন্নয়নের লক্ষ্যে যে ব্যতিক্রমী প্রশিক্ষণের আয়োজন করেছে তা সত্যিই প্রশংসনীয়। এতে যেমন নতুন বাজার সৃষ্টি হবে তেমনি বৃদ্ধি হবে নারীর ক্ষমতায়ন। উক্ত কাজ যদি ইতিবাচক ধারায় এগিয়ে নেয়া যায় তবে নারীদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আয় বৃদ্ধি পাবে যাতে পরিবার ও সমাজে নারীদের গ্রহণযোগ্যতা বাড়বে। এসময় উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, পিইউপি বগুড়ার কর্মসূচী সমন্বয়কারী শেখ আবু রাহাত মো: মাশরুকুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আবুল হাসনাত খশরু এবং হস্তশিল্প বিভাগের ইনচার্জ আমেনা বেগম। প্রশিক্ষক হিসেবে নারীদের ১৪ দিনের এই প্রশিক্ষণ প্রদান করছেন আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন ডিজাইনার রাজশাহী বিশ^বিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক অধ্যাপক তরুণ ঘোষ। প্রশিক্ষণের বিষয়ে তিনি জানান, সুই সুতার বুননে হস্তশিল্পের সকল কাজে একটি সুন্দর প্রতিচ্ছবি তুলতে পারলে তা সকলেরই নজর কাড়ে। শিল্পীর কাজই হচ্ছে শিল্প তৈরি আর নকশিকাথার যে আদিরুপ রয়েছে এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা তা আয়ত্ত্ব করতে পারবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।