মুসলিমদের সাথে ট্রুডোর ইফতার গ্রহণ | Daily Chandni Bazar মুসলিমদের সাথে ট্রুডোর ইফতার গ্রহণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ এপ্রিল, ২০২২ ১৪:৫১
মুসলিমদের সাথে ট্রুডোর ইফতার গ্রহণ
অনলাইন ডেস্ক

মুসলিমদের সাথে ট্রুডোর ইফতার গ্রহণ

বুধবার নিজের টুইটার একাউন্টে এ সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেন তিনি। তাতে দেখা যায়, ট্রুডো নিজ অফিসের কনফারেন্স কক্ষে নিজ দলের মুসলিম কর্মীদের নিয়ে ইফতারের আয়োজন করেছেন।

টুইট বার্তায় জাস্টিন ট্রুডো বলেন, সাধারণত এ কক্ষে বিভিন্ন বৈঠক ও সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু আজ সন্ধ্যায় দলের মুসলিম সদস্যরা ইফতার ও রমজান উদযাপনের আয়োজন করেন।
তিনি আরো বলেন, পবিত্র রমজান মাসে মুসলিমরা নিজ পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে এ ধরনের আয়োজন করে থাকেন। আমরা সবার জন্য শান্তি ও নিরাপত্তা কামনা করি। রমজান মোবারক।
সাধারণ কানাডার মুসলিমদের বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপনে উপস্থিত থাকেন দেশটির প্রধানমন্ত্রী। এর মধ্যে পবিত্র রমজান মাস, ঈদুল ফিতর, ঈদুল আজহার উৎসব বিশেষভাবে উল্লেখযোগ্য। সাম্প্রতিক সময়ে কানাডায় ট্রুডোর নেতৃত্বে লিবারেল পার্টি অভিবাসী ও মুসলিমদের একীভূত করার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক উদ্যোগ নেয়া হয়। অবশ্য নানা সময়ে ডানপন্থী দলগুলো বর্ণবাদী আচরণ করা হয়।

সূত্র : টুইটার

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন