![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
খাদ্যপণ্য ও জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে পেরুতে। বিক্ষোভ দমনে এক মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোর সরকার।
রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে দেশটিতে বেড়ে গেছে সব পণ্য ও জ্বালানি তেলের দাম। এরই প্রতিবাদে সপ্তাহব্যাপী শত শত ট্রাক শ্রমিক ও খামার শ্রমিকরা সারাদেশে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে।
সম্প্রতি রাজধানী লিমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮৫ মাইল) দক্ষিণে ইকাতে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষে একজন খামার শ্রমিক নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনার পর দেশটিতে আরও তীব্র হচ্ছে আন্দোলন।
সরকারের তরফে ডিক্রি জারি করে সরকারি গণমাধ্যমে বলা হয়েছে, আন্দোলন কর্মসূচি স্থগিত রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন থাকবে দেশটির সেনা সদস্যরা।
সূত্র: আল-জাজিরা
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন