দুজনকে কুপিয়ে ৬ লাখ টাকা লুট করলো কিশোর গ্যাং | Daily Chandni Bazar দুজনকে কুপিয়ে ৬ লাখ টাকা লুট করলো কিশোর গ্যাং | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ এপ্রিল, ২০২২ ১৫:১৬
দুজনকে কুপিয়ে ৬ লাখ টাকা লুট করলো কিশোর গ্যাং
অনলাইন ডেস্ক

দুজনকে কুপিয়ে ৬ লাখ টাকা লুট করলো কিশোর গ্যাং

ফরিদপুরে ঢাকা-ফরিদপুর মহাসড়কের পাশে ধুলদি রেলগেট বাজারে দুজনকে কুপিয়ে ছয় লাখ টাকা লুট করে নিয়ে গেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। হামলায় গুরুতর আহত মো. করিম নামের একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় কোতয়ালী থানায় একটি মামলা করা হয়েছে।

ধুলদি রেলগেট বাজারের মল্লিক ট্রেডার্সের মালিক জাহিদুল ইসলাম সেকেন জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কিশোর গ্যাংয়ের সদস্যরা দলবেঁধে তার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। তারা প্রতিষ্ঠানের ম্যানেজার মো. রুবেলকে ক্যাশবাক্সের চাবি দিতে বলে। চাবি না দেওয়ায় তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে চাবি ছিনিয়ে নেয়। এসময় তার (জাহিদুল) ভাই মো. করিম কিশোর গ্যাংয়ের হামলাকারীদের বাধা দিলে তাকেও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। হামলাকারীরা প্রতিষ্ঠানের ক্যাশবাক্স ভেঙে প্রায় ৬ লাখ টাকা নিয়ে যায়।

জাহিদুল ইসলাম সেকেন বলেন, যারা প্রতিষ্ঠানে হামলা করে টাকা লুট করে নিয়েছে তাদের সঙ্গে কোনো বিরোধ ছিল না। এই গ্যাংয়ের সদস্যরা মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তারা প্রতিষ্ঠান থেকে টাকা লুট করার জন্যই হামলা চালিয়েছে। কিশোর গ্যাংয়ের সদস্যরা আমার ভাই করিমকে কুপিয়ে ও বেদমভাবে প্রহার করেছে। তার মাথা ও কানের পাশে ৬টি সেলাই দেওয়া হয়েছে। পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। সিসিটিভি ফুটেজ দেখে আমরা বেশ কয়েকজনকে চিনতে পেরেছি।

পরে খবর পেয়ে কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) জসিমের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল থেকে আহত মো. করিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মেসার্স মল্লিক ট্রেডার্সে রাসায়নিক সার, বালাইনাশক, রড, সিমেন্টসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হয়।

প্রতিষ্ঠানের ম্যানেজার মো. রুবেল বলেন, কিশোর বয়সের ১২ থেকে ১৫ জন তাদের প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র নিয়ে ঢোকে। এসময় তারা ক্যাশবাক্সের চাবি চায়। চাবি না দিলে তারা আমাকে কুপিয়ে চাবি নিয়ে যায় এবং ৬ লাখ টাকা নিয়ে যায়।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ( ওসি) মো. আব্দুল জলিল বলেন, খবর পেয়ে একজন উপ-পরিদর্শকের (এসআই) নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে সন্ধ্যার দিকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন