ওরা এ পর্যায়ে খেলতে অভ্যস্ত নয়, মুমিনুলদের কটাক্ষ এলগারের! | Daily Chandni Bazar ওরা এ পর্যায়ে খেলতে অভ্যস্ত নয়, মুমিনুলদের কটাক্ষ এলগারের! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ এপ্রিল, ২০২২ ১৫:১৯
ওরা এ পর্যায়ে খেলতে অভ্যস্ত নয়, মুমিনুলদের কটাক্ষ এলগারের!
অনলাইন ডেস্ক

ওরা এ পর্যায়ে খেলতে অভ্যস্ত নয়, মুমিনুলদের কটাক্ষ এলগারের!

প্রথম টেস্টের পর আম্পায়ারিং নিয়ে কথা হয়েছে। কথা উঠেছিল প্রোটিয়া ক্রিকেটারদের আচরণ নিয়েও। বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক দাবি করেন, মাঠে রীতিমত গালিগালাজ করেছে স্বাগতিকরা। যে অভিযোগ উড়িয়ে এবার উল্টো মুমিনুলদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার।

আজ (শুক্রবার) থেকে পোর্ট এলিজাবেথে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। তার আগে সংবাদ সম্মেলনে এলগার বললেন, বাংলাদেশ দলের খেলোয়াড়দের টেস্ট ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো শক্ত মানসিকতার ঘাটতি রয়েছে।

মুমিনুলের অভিযোগের জবাবে এলগার বলেন, 'আমার মনে হয় না, তাদের কথার ভিত্তি আছে। আমরা লড়াকু ক্রিকেট খেলি। যদি কিছু হয়েও থাকে, আমরা স্রেফ ওদেরকে ফিরিয়ে দিচ্ছিলাম, যা আমরা নিজেরা ব্যাটিংয়ে নেমে পেয়েছিলাম।'

টেস্ট ক্রিকেট পৌরষের খেলা, এমন কটাক্ষও এলগারের মুখে। তার ভাষায়, 'এটা টেস্ট ক্রিকেট। এই পর্যায়ে খেলা হয় পৌরষত্বের আবহে। আমরা লড়াকু ক্রিকেটই খেলি। নিশ্চিত করে বলছি, কোনোভাবেই আমরা বাংলাদেশি ক্রিকেটারদের বাজে ভাষা ব্যবহার করিনি। কারণ, আমরা তাদের সম্মান করি। তবে আমার মনে হয়, এই পর্যায়ে খেলতে হলে ওদেরকে আরও শক্ত হতে হবে, যেটায় ওরা হয়তো অভ্যস্ত নয়।'

এলগার মনে করছেন, প্রথম টেস্টে স্লেজিংয়ের খেলাতেই হেরে গিয়েছে বাংলাদেশ। মাঠের এমন চাপ নিতে না পেরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে টাইগাররা। যার ফলে দক্ষিণ আফ্রিকার জয়ের রাস্তা সহজ হয়ে যায়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন