টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ | Daily Chandni Bazar টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ এপ্রিল, ২০২২ ১৫:২০
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
অনলাইন ডেস্ক

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম টেস্টে আশা জাগিয়েও হার। পোর্ট এলিজাবেথে আজ (শুক্রবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে নামছে বাংলাদেশ।

সিরিজ বাঁচানোর মিশনে টসভাগ্য সহায় হয়নি টাইগার অধিনায়ক মুমিনুল হকের। টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন প্রোটিয়া দলপতি ডিন এলগার।

ডারবানে সিরিজের প্রথম টেস্টে বোলারদের দারুণ নৈপুণ্যে চতুর্থ ইনিংসে ২৭৪ রানের জয়ের লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় জয়ের স্বপ্ন জলাঞ্জলি দেয় টাইগাররা।

প্রোটিয়া স্পিনার কেশভ মহারাজের ঘূর্ণিতে (৭/৩২) মাত্র ১৯ ওভারে ৫৩ রানেই গুটিয়ে যায় মুমিনুল হকের দল। হারে ২২০ রানের বড় ব্যবধানে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন