পাকিস্তানে হাফিজ সাইদের ৩১ বছরের কারাদণ্ড | Daily Chandni Bazar পাকিস্তানে হাফিজ সাইদের ৩১ বছরের কারাদণ্ড | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২২ ১১:১৪
পাকিস্তানে হাফিজ সাইদের ৩১ বছরের কারাদণ্ড
অনলাইন ডেস্ক

পাকিস্তানে হাফিজ সাইদের ৩১ বছরের কারাদণ্ড

লস্কর-ই তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সাইদকে দুটি মামলায় ৩১ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত। একইসঙ্গে তার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। তিনি মুম্বাই হামলার মূলহোতা।

পাকিস্তানের একাধিক গণমাধ্যম জানায়, রায়ে আদালত হাফিজ যে মাদরাসা এবং মসজিদ নির্মাণ করেছেন তাও দখল নেওয়ার নির্দেশ দিয়েছে।

এর আগে একাধিকবার তাকে গ্রেফতার করা হয়। ২০২০ সালে হাফিজকে সন্ত্রাসবাদে মদত দেওয়া সংক্রান্ত একটি আর্থিক মামলায় সন্ত্রাসবাদবিরোধী আদালত ১৫ বছরের কারাদণ্ড দেয়। তবে তার এই বন্দিদশা নিয়েও নানা প্রশ্ন উঠছে। গৃহবন্দি থাকা অবস্থায়ও তিনি বছরের পর বছর অবাধে পাকিস্তানের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের যুক্তরাষ্ট্র সফরের ঠিক আগে ২০১৯ সালে হাফিজকে গ্রেফতার করা হয়। সেই সময় আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে লেখেন ১০ বছর ধরে তল্লাশির পর সাইদকে আটক করা হয়েছে।

২০০১ সাল থেকে আটবার গ্রেফতার করা হয়েছে তাকে এবং ছেড়ে দেওয়া হয়েছে। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলার ছক সাজিয়েছিলেন হাফিজ। ওই হামলায় প্রাণ গিয়েছিল ১৬৬ জনের।

এ মামলায় ২০১৭ সালে, হাফিজ এবং তার চার সহযোগীকে আটক করেছিল পাকিস্তান। কিন্তু পঞ্জাবের বিচার বিভাগীয় পর্যালোচনা বোর্ড তাদের বন্দিদশার মেয়াদ বাড়াতে অস্বীকার করলে প্রায় ১১ মাস পরে মুক্তি পান তারা।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন