শিবগঞ্জ গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থী’র আত্মহত্যা | Daily Chandni Bazar শিবগঞ্জ গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থী’র আত্মহত্যা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২২ ০০:০০
শিবগঞ্জ গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থী’র আত্মহত্যা
অনলাইন ডেস্ক

শিবগঞ্জ গলায় ফাঁস দিয়ে 
এসএসসি পরীক্ষার্থী’র আত্মহত্যা

বগুড়ার শিবগঞ্জ  গলায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। 

নাজেদুল ইসলাম নীরব (১৬) শিবগঞ্জ পৌর এলাকার  বানাইল গ্রামের  মোস্তাফিজার রহমান মোস্তার ছেলে এবং শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী। 
শনিবার দুপুর ১টায় সে তার বাড়ীর ২য় তলায়  ফ্যানের সাথে গলায় ওড়না জড়িয়ে ফাঁস দিয়ে এ আত্মহত্যা করে। 
নীরবের মা নারজু বেগম বলেন, আমি আমার বাবার বাড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে ১টার দিকে বাড়িতে এসে দেখি নিরব সিলিং ফ্যানের সাথে ঝুলছে। আমি চিৎকার দিলে আমার স্বামী ও গ্রামবাসী বাহির থেকে ছুটে এসে তাকে উদ্ধার করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বাড়ির ভিতরে কেউ ছিলোনা।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রুম্মান হাসান বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে, নিরব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মৃতদেহের সুরুতহাল প্রতিবেদন লিপিবদ্ধ শেষে তার পরিবারের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন