আবারও রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ ও,সি আলমগীর জাহান | Daily Chandni Bazar আবারও রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ ও,সি আলমগীর জাহান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২২ ২৩:১৬
আবারও রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ ও,সি আলমগীর জাহান
জয়পুরহাট ব্যুরো:

আবারও রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ ও,সি আলমগীর জাহান

পুলিশ বিভাগে আবারও  রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আলমগীর জাহান। রাজশাহী বিভাগের ডিআইজি কার্যালয়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার স্বরূপ সোমবার  দুপুরে তাকে সম্মাননা ক্রেষ্ট ও স্মারক প্রদান করা হয়।

আইন শৃঙ্খলার উন্নয়ন, মাদক ও অস্ত্র উদ্ধার, ডাকাতি মামলার রহস্য উদঘাটনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিনি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন তার হাতে পুরস্কার তুলে দেন।
এসময় জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা,সহপুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ ওসি আলমগীর জাহান জানান, উর্দ্ধতন কর্মকর্তাদের দিক-নির্দেশনায় ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কর্মস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছি। দ্বিতীয়বারের মতো আবারও  এই পুরস্কার কাজের ক্ষেত্রে আমাকে আরও প্রেরণা যোগাবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন