কাউনিয়ায় নকল সার ও কীটনাশক জব্দ এবং ধ্বংস | Daily Chandni Bazar কাউনিয়ায় নকল সার ও কীটনাশক জব্দ এবং ধ্বংস | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২২ ২৩:২১
কাউনিয়ায় নকল সার ও কীটনাশক জব্দ এবং ধ্বংস
৩ ব্যবসায়ীর জরিমানা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়ায় নকল সার ও কীটনাশক জব্দ এবং ধ্বংস

রংপুরের কাউনিয়ার বিভিন্ন হাট-বাজারে সোমবার ভ্রাম্যমান অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল সার ও কীটনাশক জব্দ ও তিন ব্যবসায়ীর জরিমানা করা হয়। 
ভ্রাম্যমান আদালতের পেশকার ফারুক হোসাইন জানান, হারাগাছ পৌর সভার হাসান মন্ডলের মিতু সার ঘর, মীরবাগ কদমতলা বাস স্টান্ড এলাকায় দিপক ভুঁইয়ার ভুঁইয়া সার ঘর ও তকিপল বাজারের মেনাজ উদ্দিনের মিতু সার ঘর, কাউনিয়া রেলগেটের রুহুল আমিন এর দোকান, শহীদবাগ বেরেন্টের বাজারের সুরুজ্জামান এর দোকান এবং টেপামধুপুর বিশ্বনাথ নতুন বাজারের মোস্তাফিজার মোস্তা মেম্বোরের দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন নকল সার ও কীটনাশক জব্দ করে। নকল সার ও কিটনাশক রাখার দায়ে ভ্রাম্যমান আদালত হাসান মন্ডল, দিপক ও মেনাজ ৩ ব্যবসায়ীর ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করে। উদ্ধারকৃত ২ হাজার ২ শ' ৬ কেজি নকল জিং, ব্রণ, হরমন জাতীয় সার এবং ৫২ লিটার নকল কীটনাশক যার আনুমানিক মূল্য ২ লক্ষ ১৬ হাজার টাকা। পরে এসব নকল সার ও কীটনাশক মাটি গর্ত খুড়ে পুতে ধ্বংস করে ফেলা হয়। কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন জানান, রাসায়নিক বিশ্লেষণে ভেজাল প্রমাণিত সারসহ কাউনিয়ায় পূর্বে জব্দকৃত ভেজাল-অনুমোদনহীন ও নকল ২৪০০ কেজি সার ও কীটনাশকের মজুদ ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালত পারচালনা ও সার ও কীটনাশকের মজুদ ধ্বংস কালে নির্বাহী ম্যাজিট্রেট তাহমিনা তারিন এর সাথে ছিলেন সহকারী কমিশনার ভুমি মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রাকিবুল ইসলাম, কল্লোল কিশোর সরকার, এসআই সামিউল আলম প্রমূখ। ভেজাল বিরোধী অভিজান কে এলাকার কৃষক স্বাগত জানিয়ে অভিযান অব্যহত রাখার দাবী জানান।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন