বগুড়ায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে জেলা পুলিশের ইফতার বিতরণ | Daily Chandni Bazar বগুড়ায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে জেলা পুলিশের ইফতার বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২২ ২৩:২৫
বগুড়ায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে জেলা পুলিশের ইফতার বিতরণ
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে
জেলা পুলিশের ইফতার বিতরণ

বগুড়ায় রবিবার বিকেলে শহরের সাতমাথা মুজিবমঞ্চের সামনে জেলা পুলিশের উদ্যোগে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষে সকলের হাতে ইফতার সামগ্রী তুলে দেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম। বিতরণকালে পুলিশ সুপার বলেন, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের জন্যে জেলা পুলিশের এই উদ্যোগ নেয়া হয়েছে যা রমজানে মাসব্যাপী বিভিন্ন স্থানে চলমান থাকবে। তিনি আরো বলেন, মাহে রমজান হলো ত্যাগ, সাধনা ও পবিত্রতার মাস তাই সমাজের সকলকেই মানবিকতার স্বার্থে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সহায়তায় এগিয়ে আসতে হবে। 
বিতরণকালে এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে আলী হায়দার চৌধুরী (প্রশাসন ও অর্থ), আব্দুর রশিদ (ক্রাইম অ্যান্ড অপস্), সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র শরাফত ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, ইন্সপেক্টর (অপারেশন) মো: শাহিনুজ্জামান শাহীনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন