বিয়ের অনুষ্ঠানে বরের বন্ধু, কনের ভাইকে ছুরিকাঘাত | Daily Chandni Bazar বিয়ের অনুষ্ঠানে বরের বন্ধু, কনের ভাইকে ছুরিকাঘাত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২২ ১০:৪১
বিয়ের অনুষ্ঠানে বরের বন্ধু, কনের ভাইকে ছুরিকাঘাত
অনলাইন ডেস্ক

বিয়ের অনুষ্ঠানে বরের বন্ধু, কনের ভাইকে ছুরিকাঘাত

গান বন্ধ না করায় বরের বন্ধুসহ কনের ভাইকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে বিয়ের অনুষ্ঠানে আসা চার অতিথির বিরুদ্ধে। এসময় তারা মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গেছে। ভারতের নাগপুরে এ ঘটনা ঘটে। সোমবার (১১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে দেশটির পুলিশ।

পুলিশ জানিয়েছে, রোববার (১০ এপ্রিল) নাগপুরে একটি বিয়ের অনুষ্ঠানে হাজির হন অনেক অতিথি। এক সময় অনুষ্ঠানে গান বন্ধ করতে বলেন অতিথিদের চারজন। গান বন্ধ না করলে রেগে গিয়ে বরের বন্ধু ও কনের ভাইকে ছুরিকাঘাত করেন তারা।

জানা গেছে, শনিবার বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। রোববার ছিল বৌভাতের অনুষ্ঠান। সেখানেই ঘটে ঘটনাটি।

আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে, ঘটনার পর থেকে লাপাত্তা অভিযুক্তরা। তাদেরকে ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে নাগপুর পুলিশ।

সূত্র: এনডিটিভি

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন