রোমানিয়ার কনস্যুলার টিম ভিসা ইস্যু করতে ঢাকায় আসছে | Daily Chandni Bazar রোমানিয়ার কনস্যুলার টিম ভিসা ইস্যু করতে ঢাকায় আসছে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২২ ১১:৪৫
রোমানিয়ার কনস্যুলার টিম ভিসা ইস্যু করতে ঢাকায় আসছে
অনলাইন ডেস্ক

রোমানিয়ার কনস্যুলার টিম ভিসা ইস্যু করতে ঢাকায় আসছে

ইউরোপের দেশ রোমানিয়া থেকে এক‌টি কনস্যুলার প্রতি‌নি‌ধি দল ভিসার কার্যক্রমে সহযোগিতা করতে আগামী শুক্রবার (১৫ এপ্রিল) ঢাকায় আসছেন। আশা করা হচ্ছে, প্রতিনিধি দল সফ‌রে পাঁচ হাজার ভিসা ইস‌্যু কর‌বে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শুক্রবার ঢাকায় পৌঁছানোর পর রোমানিয়ার প্রতিনিধি দল আগামী ১৭ এপ্রিল থেকে ভিসা কার্যক্রম শুরু করবে। গত ১৪ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন গণমাধ্যমকে জানান, চূড়ান্তভা‌বে রোমা‌নিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে ছয় সদ‌স্যের এক‌টি কনস‌লার প্রতি‌নি‌ধি দল পাঠাচ্ছে। তারা ঝু‌লে থাকা ৩ হাজার ৪০০ ভিসাসহ মোট পাঁচ হাজার ভিসা ইস্যু কর‌বে। এক্ষেত্রে তা‌দের স্থানীয় সহ‌যো‌গিতা লাগ‌বে। রোমা‌নিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রথম কো‌নো দে‌শে কনস‌্যুলার টিম পাঠাচ্ছে ব‌লেও জানান ড. মোমেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন