ইউক্রেন সফরে যাচ্ছে ন্যাটোভুক্ত ৪ দেশের প্রেসিডেন্ট | Daily Chandni Bazar ইউক্রেন সফরে যাচ্ছে ন্যাটোভুক্ত ৪ দেশের প্রেসিডেন্ট | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২২ ১০:৪২
ইউক্রেন সফরে যাচ্ছে ন্যাটোভুক্ত ৪ দেশের প্রেসিডেন্ট
অনলাইন ডেস্ক

ইউক্রেন সফরে যাচ্ছে ন্যাটোভুক্ত ৪ দেশের প্রেসিডেন্ট

ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যাচ্ছেন চার ন্যাটো রাষ্ট্রের প্রেসিডেন্ট। দেশগুলো হল- পোল্যান্ড, লিথুনিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা বুধবার পোলিশ প্রেস এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা, লিথুনিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদা, লাটভিয়ার প্রেসিডেন্ট এগিলস লেভিটস ও এস্তোনিয়ার প্রেসিডেন্ট আলার কারিস একসঙ্গে কিয়েভ সফরে যাচ্ছেন। ইতোমধ্যেই তারা ভলোদিমির জেলেনিস্কর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

এর আগে, ইউক্রেনের রাজধানী কিয়েভে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। চরম উত্তেজনার এই মুহূর্তে জনসনের এ সফর বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেয়। সফরে জেলেনস্কির সঙ্গে বৈঠক করে ইউক্রেনের পাশে দাঁড়ানো ও সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন