৩৩ বছর পর ধরা! | Daily Chandni Bazar ৩৩ বছর পর ধরা! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২২ ১০:৪৮
৩৩ বছর পর ধরা!
অনলাইন ডেস্ক

৩৩ বছর পর ধরা!

প্যারোলে ছাড়া পেয়েছিল ধর্ষণের সাজাপ্রাপ্ত আসামি। প্যারোলের মেয়াদ শেষে আত্মগোপন করে। ভারতের দিল্লিতে ভুয়া পরিচয়ে ৩৩ বছর কাটানোর পর অবশেষে গত মঙ্গলবার পুলিশের জালে ধরা পড়ল আসামি রঘুনন্দন সিংহ।
রঘুনন্দন উত্তরপ্রদেশের হাথরসের বাসিন্দা। যে হাথরসে ধর্ষণ-কাণ্ড নিয়ে উত্তাল হয়েছিল গোটা ভারত। সেই হাথরসেরই পুরনো একটি ধর্ষণের ঘটনায় জেল খাটছিল রঘুনন্দন। স্ত্রীকে নিয়ে দিল্লিতে ভুয়ো পরিচয়ে থাকছিল সে। আত্মীয়রা ভেবেছিলেন রঘুনন্দনের মৃত্যু হয়েছে।

কিন্তু গত মঙ্গলবার হঠাৎ তার আবির্ভাবে স্তম্ভিত রঘুনন্দনের আত্মীয়রা। এমনকি বিস্ময় প্রকাশ করেছেন গ্রামবাসীরাও। হাথরসের পুলিশ জানিয়েছেন, ১৯৮৬ সালে হাথরসে একটি ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হয়েছিল রঘুনন্দন। ১৯৮৭ সালে দোষী সাব্যস্ত হয় সে।

আদালত থেকে প্যারোলে মুক্ত পেয়ে মেয়াদ শেষে জেলে ফিরেনি আসামি। গোপন সূত্রে পুলিশ খবর পায় দিল্লির বুরারিতে রঘুর মতো এক ব্যক্তিকে দেখা গেছে। সেই খবর পেয়েই উত্তরপ্রদেশ পুলিশের একটি দল দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করে। তারপর তারা দিল্লি পুলিশের সহযোগিতায় বুরারিতে অভিযান চালায়। তখনই রঘুনন্দন পুলিশের জালে ধরা পড়ে।

সূত্র : ইকনোমিক টাইমস, পিটিআই।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন