নাইজেরিয়ায় নৌকাডুবিতে প্রাণ হারালো ২৯ জন | Daily Chandni Bazar নাইজেরিয়ায় নৌকাডুবিতে প্রাণ হারালো ২৯ জন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২২ ১০:৫২
নাইজেরিয়ায় নৌকাডুবিতে প্রাণ হারালো ২৯ জন
অনলাইন ডেস্ক

নাইজেরিয়ায় নৌকাডুবিতে প্রাণ হারালো ২৯ জন

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের সোকোতো প্রদেশে একটি যাত্রীবাহী নৌকা ডুবে অন্ততপক্ষে ২৯ জন মারা গেছেন।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দেশটির প্রাদেশিক গভর্নর ও স্থানীয় জনগণের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

পশ্চিম আফ্রিকার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের এই সোকোতো প্রদেশে প্রধানত মুসলিম জনগোষ্ঠীর মানুষ বাস করে। ইতোমধ্যেই নৌকাডুবিতে মৃত সকলেরই দাফন সম্পন্ন হয়ে গেছে।

সোকোতো প্রদেশের গভর্নর আমিনু তাম্বুওয়াল জানান, ডুবে যাওয়া নৌকাটিতে ৩৫ জন আরোহী ছিলো। যাদের বেশিরভাগই ছিল নারী। দুর্ঘটনার পর ডুবুরিরা ছয় জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন