বাংলা নববর্ষ আমাদের জাতিসত্ত্বার অংশ: রওশন এরশাদ | Daily Chandni Bazar বাংলা নববর্ষ আমাদের জাতিসত্ত্বার অংশ: রওশন এরশাদ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২২ ১১:১৩
বাংলা নববর্ষ আমাদের জাতিসত্ত্বার অংশ: রওশন এরশাদ
অনলাইন ডেস্ক

বাংলা নববর্ষ আমাদের জাতিসত্ত্বার অংশ: রওশন এরশাদ

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।

শুভেচ্ছা বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, বাংলা নববর্ষ একান্তই আমাদের জাতিসত্ত্বার অংশ। বাঙালির জীবনে বছরে একবারই আসে এমনদিন। আমাদের বর্ষবরণের বড় বৈশিষ্ট্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার উৎসব। এ উৎসব সর্বজনীন ও অসাম্প্রদায়িক।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা বলেন তিনি।

বেগম রওশন এরশাদ বলেন, পহেলা বৈশাখে মানবিকতা, অসাম্প্রদায়িকতা আর গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে আমাদের নতুন শপথে দাঁড়াতে হবে। আমাদের বিশ্বাস রাখতে হবে সংস্কৃতির শক্তিতে, মানবিকতার শক্তিতে।একটি সুখী, সমৃদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশই আমাদের লক্ষ্য।

বিরোধীদলীয় নেতা প্রত্যাশা করেন, সব রোগ-শোক-জরা-গ্লানি ঝেড়ে ফেলে নতুন বছর দেশবাসীর জন্য শান্তি ও সমৃদ্ধির বার্তা বয়ে আনবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন