নুনগোলায় সাংবাদিক দুলাল-কে পূর্ব শত্র“তার জের ধরে মারপিট! | Daily Chandni Bazar নুনগোলায় সাংবাদিক দুলাল-কে পূর্ব শত্র“তার জের ধরে মারপিট! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২২ ২৩:৩০
নুনগোলায় সাংবাদিক দুলাল-কে পূর্ব শত্র“তার জের ধরে মারপিট!
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ

নুনগোলায় সাংবাদিক দুলাল-কে
পূর্ব শত্র“তার জের ধরে মারপিট!

বগুড়া সদর উপজেলার নুনগোলায় পূর্ব শত্র“তার জের ধরে সাংবাদিক দুলালকে বেধরক মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নুনগোলা ইউপির আশোকোলা গ্রামে পূর্ব শত্র“তার জের ধরে একই গ্রামের সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম মন্ডল ও রাসেল হোসেনের নেতৃত্বে ‘দৈনিক সাতমাথা’ পত্রিকার নামুজা প্রতিনিধি আনিছার রহমান দুলাল-কে বেধরক মারপিট করে। এসময় তাদের মারপিটে সাংবাদিক দুলাল গুরুত্বর আহত হয়ে পড়ে। আহত সাংবাদিক দুলালকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এসংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। উল্লেখ্য যে, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে পূর্বে অপরাধ করার ঘটনা অহরহ আছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন