পাঁচবিবিতে মুক্তিযোদ্ধাকে মারপিট, থানায় অভিযোগ | Daily Chandni Bazar পাঁচবিবিতে মুক্তিযোদ্ধাকে মারপিট, থানায় অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২২ ২৩:৩৫
পাঁচবিবিতে মুক্তিযোদ্ধাকে মারপিট, থানায় অভিযোগ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

পাঁচবিবিতে মুক্তিযোদ্ধাকে মারপিট, থানায় অভিযোগ

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর (জোরাপুকুরিয়া) এলাকায় ছামেদ আলী প্রামানিক (৭২) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় মুক্তিযোদ্ধার পরিবার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। থানায় অভিযোগ সূত্রে জানাযায়, বুধবার বিকেলে উপজেলার রতনপুর এলাকার দোঘড়া মাঠে শ্রমিক লাগিয়ে জমির আইল ঠিক করছিলেন ওই বীর মুক্তিযোদ্ধা। এসময় প্রতিপক্ষ জাহান আলী ও তাঁর দুই ছেলে বাবু ও রুহুল আমিন এসে জমির আইল কাটতে বাঁধা দিলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের কাছে থাকা হাসুয়া ও রড দিয়ে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে যখম করে। খবর পেয়ে পরিবারের লোক এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করে দেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষ জাহান আলী বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীণ। আসল ঘটনা হলো জমির আইল কাটাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার সাথে কথা কাটাকাটি হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন